Header Ads Widget

কোরবনির গরু পাবেন অনলাইন বাজার গুলোতে।

আসন্ন ঈদুল আযহার উপলক্ষ্যে আমাদের Brand FMD Media এর নিয়মিত আয়োজনের আজ থাকছে অনলাইনে কিভাবে গরু কেনা যায়। 






যে সব ওয়েবসাইডে গরু বিক্রি করা হবে--  

পৃথিবীর এই আধুনিকায়নের যুগে এবং করোনার এই পরিস্থিতিতে গরুর হাটে যেতে অনেকের রয়েছে অনীহা। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি পরামর্শ দিয়েছে  দেশের বড় শহর গুলোতে যাতে কোন ধরণের পশুর হাট বসানো না হয়। বয়স্ক, শিশু ও অসুস্থদের হাটে না যাওয়ার জন্য বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 এই সমস্যার সমাধানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে এর সাথে মিলে এবং সকল শর্ত  মেনে এগিয়ে এসেছে অনলাইন শপ। এসব ওয়েবসাইট/অনলাইনশপ গুলো হ’ল-

 ** ডিজিটাল হাট নামে অনলাইনে গরু বিক্রি করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি প্লাটফর্ম চালু করেছে, যার সঙ্গে রয়েছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।

 ** দেশী গরু বিডি ডটকমের নামে আরেকটি অনলাইনশপ আস্তা দিচ্ছে শত ভাগ এবং আপনার সকল চাহিদা গুরুর ছবি থেকে শুরু করে ভিডিও কলেও দেখার সুবিধা পাবেন।

সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল-কমার্স সোসিয়েশন অব বাংলাদেশের  বলছেন

‘‘ডিজিটাল হাটে যেসব সদস্যরা অংশ নিয়েছে, তাদের দায়িত্ব আমাদের সংগঠন নিচ্ছে।

   তিনি আরোও বলেন যে এখানে সব জেনুইন খামার ও গরুই বিক্রির জন্য তোলা হচ্ছে। ফলে তাদের পেমেন্ট এবং ডেলিভারির গ্যারান্টি আমাদের অ্যাসোসিয়েশন নিচ্ছে’’

আমাদের Brand FMD Media এর নিজেস্ব ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/channel/UCPI6JOYdK9Ry9OOqiWCvKGw?view_as=subscriber

আমাদের Brand FMD Media এর নিজেস্ব ইউটিউব পেইজ হ’ল

https://www.facebook.com/Brandmidea


কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন-

1। দেশী গরু বিডি ডটকমের প্রধান নির্বাহী টিটো রহমান জানান যে ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা বিভিন্ন আকারের ও দামের গরুর ছবি দেখে প্রাথমিকভাবে পছন্দ করতে পারবেন।

তিনি আরও বলেন যে প্রয়োজনে তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাবে।

2। ক্রেতা চাইলে গরুর পালনকারীর সাথে ভিডিও-কলের মাধ্যমে গরুর ভিডিও নিবেন।

3। পছন্দ হলে গরুটি বুকিং এর জন্য অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই টাকা জমা করা যাবে। তাহলে  হয়ে গেল।

4। মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক  বলছেন -শুধুমাত্র ফেসবুক/অপরিচিত ওয়েবসাইট থেকে কেনার আগে ভালো করে যাচাই-বাছাই করে নেয়া উচিত। 

5। ওয়েবসাইট থেকে গরু কেনেন বিশেষ করে তারা যেন বিশ্বাসযোগ্য সাইড গুলো থেকে।

৬।  গরু কেনার আগে প্রয়োজনে ক্রেতাদের রিভিউ দেখা যেতে পারে।

7। ই-কমার্স অ্যাসোসিয়েশনের সদস্য কিনা সেটা দেখা উচিত।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ