কিং খান শাকিব খানের সকল ব্যাংক হিসাব তলব
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলা সিনামার কিং খান খ্যাত শাকিব খানের সকল ব্যাংক হিসাব তলব করেছে। ব্যাংক হিসাব তলবকৃত চিঠিতে শাকিব খানের পুরো নাম দেয়া হয়েছে শাকিব খান রানা। তাকে এই চিঠিতে অভিনেতা হিসেবে দেখানো হয়েছে। পিতার নাম আবদুর রব, মাতা-রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা- গোপালগঞ্জ মুকসুদপুর। তার বর্তমান ঠিকানা গুলশান-2।
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের গত 01 লা জুলাই 2013 হতে 30 জুন 2021 সাল পর্যন্ত সাত বছরের সকল প্রকার লেনদেনের বিবরণ পাঠানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল ব্যাণিজ্যিক ব্যাংকগুকে চিঠির মাধ্যমে তলব করেছে।
এনবিআর আয়কর অধ্যাদেশের 1984 এর 133 (এফ) ধারার ক্ষমতা বলে এই হিসাব তলব করেছে মর্মে জানা যায়। সাধরনত আয়কর ফাঁকির তদন্ত/অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।বাংলার জনপ্রিয়
কিং খান 2019 সালে অভিনয়শিল্পী ক্যাটাগরিতে তৃতীয় সর্বোচ্চ করদাত হয়েছিলেন।
সেই চিঠিতে গত সাত বছরের কিং খানের সকল লেনদেনসহ তার উপর নির্ভরশীল পরিবারের সকল সদস্যদের নামে একক, যৌথ ব্যাংক হিসাব বা তাদের নামে মালিকানাধীন কোন প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্যও জমা দিবে বলেছে এনবিআর।
ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব,ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র শেয়ার হিসাব থাকলেও বিবরণীতে যুক্ত করে জমা দিতে হবে। যদি কোন বন্ধ ব্যাংক হিসাব থেকে থাকলেও জাম দিতে হবে।
পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।
0 মন্তব্যসমূহ